এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে না পারলেও গোলশূণ্য ড্র করেছিল হাভিয়ের কাবরেরার দল। ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার এবার র্যাঙ্কিংয়েও পেল বাংলাদেশ।
আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। ১৮৫ থেকে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশের বিপক্ষে ড্র করায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারতের। এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে আছে তারা।
এদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে এক হালি গোল দেওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্টও বেড়েছে। তিনবারের বিশ্বকাপ জয়ীদের মোট পয়েন্ট এখন ১ হাজার ৮৮৬.১৬।
আর্জেন্টিনার পর র্যাঙিংয়ে দুইয়ে আছে স্পেন। এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। এদিকে আর্জেন্টিনার কাছে কদিন আগেই হারা ব্রাজিল আছে তালিকার পাঁচে। সেলেসাওদের আগে আছে ইংল্যান্ড। শীর্ষ দশের বাকি দলগুলো যথাক্রমে নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।