কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দিবাগত রাতে মাঠে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। মঙ্গলবার অনুশীলনের পর একটি মসজিদ পরিদর্শনে গিয়ে দীর্ঘ সময় সেখানে প্রার্থনা করেন ব্রাজিলের কোচ তিতে।
দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তের খবরে বলা হয়েছে, মঙ্গলবার তিতে দোহা শহরের একটি মসজিদ পরিদর্শন করেন তিনি। ব্রাজিল দলের নিয়মিত প্রশিক্ষণ সেশন সম্পন্ন করে তিনি মসজিদ পরিদর্শনে যান। মসজিদটি
ব্রাজিল দলের প্রশিক্ষণের স্থান, গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামের ঠিক সামনে ছিল।
ইএসপিএন ব্রাসিল জানিয়েছে, তিতে একা মসজিদে প্রায় ২০ মিনিট প্রার্থনা করেন। এরপর অবিলম্বে ব্রাজিলের দলের বাসস্থান, ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা তে ফিরে আসেন তিনি।
— Brasil Football (@BrasilEdition) November 22, 2022
খবরে বলা হয়েছে, তিতে প্রকৃতপক্ষে একজন ধার্মিক ব্যক্তি। খেলার জন্য বিভিন্ন দেশে গিয়ে সেখানকার উপাসনালয় দেখার অভ্যাস রয়েছে তারা।
বিজ্ঞাপন
৬১ বছর বয়সী কোচ জাপানের একটি ক্যাথলিক চার্চে গিয়েছিলেন, যখন তিনি করিন্থিয়ানদের ২০১২ সালের ক্লাব বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন।
একে































































































































































































































































































































































































































































