বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সমকামিতা হারাম, সবার আইন মানতে হবে: কাতার বিশ্বকাপের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

সমকামিতা হারাম, সবার আইন মানতে হবে: কাতার বিশ্বকাপের রাষ্ট্রদূত
কাতার বিশ্বকাপের রাষ্ট্রদূত খালিদ সালমান- এএফপি

সমকামিতা 'মনের ক্ষতি' করে বলে মনে করেন কাতার বিশ্বকাপের রাষ্ট্রদূত খালিদ সালমান। জার্মান টেলিভিশন জেডডিএফকে এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন কাতারে সমকামিতা হারাম। এই আইন সবাইকে মানতে হবে।

উপসাগরীয় দেশটি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসরের আয়োজন করতে যাচ্ছে। তারা সেখানে জন্য এক মিলিয়নেরও বেশি দর্শক প্রত্যাশা করছে। 


বিজ্ঞাপন


খালিদ সালমান বলেছেন যে, কেউ টুর্নামেন্টের জন্য আসলে তাকে কাতারের নিয়ম অনুযায়ী আচরণ করা উচিত। তাদের এখানে আমাদের নিয়ম মেনে নিতে হবে। (সমকামিতা) হারাম।

কেন এটা হারাম জানতে চাওয়া হলে খালিদ সালমান বলেন, 'আমি একজন কঠোর মুসলিম নই। কিন্তু এটা কেন হারাম? কারণ এটা মনের ক্ষতি করে।'

বিশ্বকাপে অংশ নেওয়া লাখ লাখ লোক কী করতে পারবেন আর কী করতে পারবেন না সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে কাতার। তবে এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। 

বিশেষ করে সমকামি ও নারী অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তি ও অধিকার গ্রুপগুলো বলছে যে, কাতারি আইন বৈষম্যমূলক।


বিজ্ঞাপন


সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক দেশেই নানা বিতর্ক রয়েছে। কিছু দেশ এটিকে বৈধতা দিলেও তা নিয়ে বহু সমালোচনা রয়েছে। আর মুসলিম দেশগুলোতে একই লিঙ্গের মানুষের মধ্যে শারীরিক সম্পর্ককে তীব্রভাবে নিষিদ্ধ হিসেবে দেখা হয়। 

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর