সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ এএম

শেয়ার করুন:

মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা

জমে উঠেছে কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের পর মাঠে নামে লাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনা। প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ১টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় আলবেসেলিস্তারা। মেসির পাস থেকে পাওয়া বল লক্ষ্যভেদ করেন দলের রাইট ব্যাক মলিনা। এক গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরে ডাচদের আরও চেপে ধরে স্ক্যালোনির শিষ্যরা। যার ফলও পেয়ে যায় মেসির দল। ম্যাচের ৭১ তম মিনিটে মেসির পেনাল্টিতে দুই গোলের লিড নেয় আলবেসেলিস্তারা।

এর আগে ম্যাচের শুরু থেকেই দেখে শুনে ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ম্যাচের ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন মেসি, তবে তা লক্ষ্যে রাখতে পারেননি এই ক্ষুদে জাদুকর।


বিজ্ঞাপন


এরপর ৩৩তম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয় স্ক্যালোনির দল। তবে বক্সের বাইরে থেকে ডি পলের নেওয়া দুর্বল শট রুখে দেন ডাচ গোলরক্ষক।এর ঠিক দুই মিনিট পরই উল্লাসে ভাসে আর্জেন্টিনা। প্রতিপক্ষের জমাট রক্ষণকে বোকা বানিয়ে ডিফেন্ডার মলিনাকে দারুণ পাস দেন মেসি। সেই বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ান মলিনা।

আন্তর্জাতিক ফুটবলে অ্যাথলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের এটিই প্রথম গোল।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর