শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

গোলশূন্য নিয়ে বিরতিতে বেলজিয়াম-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

গোলশূন্য নিয়ে বিরতিতে বেলজিয়াম-ক্রোয়েশিয়া

শেষ ষোলোতে উঠার অলিখিত ফাইনালে মাঠে নেমেছে গ্রুপ ‘এফ’ এর চার দল। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। সবশেষ গোলশূন্য ব্যবধান নিয়েই বিরতিতে যায় এই দুই দল।

ম্যাচের ১৩তম মিনিটে বড় সুযোগ নষ্ট করেন বেলজিয়ামের ড্রিস মের্টেন্স। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে কেভিন ডি ব্রুইনে পাস দেন বক্সে। ফাঁকা পেয়েও গোলবারের বেশ উপর দিয়ে উড়িয়ে মারেন মের্টেন্স।


বিজ্ঞাপন


এর ঠিক দুই মিনিট পর ইয়ানিক কারাসকো ডি-বক্সে ক্রোয়েশিয়ার ক্রামারিচকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ক্রোয়েটদের এক ফুটবলার অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে সেই সিদ্ধান্ত পাল্টান তিনি।

বিরতিতে যাওয়ার আগে গোলের জন্য বেলজিয়াম শট নেয় পাঁচটি, ক্রোয়েশিয়া ছয়টি। তবে লক্ষ্যে শট নিতে পারেনি কেউই।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর