সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক: মাশরাফি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক: মাশরাফি 

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে উড়তে থাকা আলবিসেলেস্তাদের মাটিতে নামিয়ে আনে সৌদি আরব। এদিকে  এশিয়ার সবুজ ফ্যালকনদের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে হার মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রিয় দলের হারে অনেকটা বিমর্ষ মাশরাফি। তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দলের হারের আর্তনাদ ফুটে উঠে স্পষ্টভাবে। 

নিজের ফেসবুক প্রোফাইলে লিখেন, 'আর্জেন্টিনার সমর্থন করা সবসময় রিস্কের কিন্তু কিছুই করার নেই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না তবে ওদের ডিফেন্স আবার ও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায়না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারেনা তা আরও একবার প্রমানিত।' 


বিজ্ঞাপন


মাশরাফি আরও বলেন, '৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারনেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করি ও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য।'

মেসিদের এমন অসহায় আত্মসম্পর্ণ মেনে নিতে পারছেন না সমর্থকরাও। সেখানে ক্রীড়ামোদী মাশরাফি ম্যারাডোনাকে ভালোবাসে আর্জেন্টিনাকে সমর্থন শুরু। এখন মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানা নেই তার। কিন্তু দলের এই কঠিন সময়েও পাশে আছেন মাশরাফি।

এসটি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর