সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেসির হাতে বাংলাদেশের পতাকা, ভার্চুয়াল উপহার আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

loading/img
আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের ভার্চুয়াল উপহার

গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 

আরও পড়ুন: নামেও বেকার, কাজেও ‘বেকার’ ব্রাজিলের গোলরক্ষক


বিজ্ঞাপন


বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত মিম

এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ''লিওনেল মেসি বাংলাদেশ।


বিজ্ঞাপন


এটাই। সেই টুইট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন।''

সম্প্রতি দাবি করা হয়েছে যে, প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনার চেয়েও তাদের বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে।

আরও পড়ুন: রেকর্ড জয়ের দিনে মাঠে ছিলেন ব্রাজিল কিংবদন্তিরাও

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub