সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ঢাকা

আত্মবিশ্বাসী জাপানের মুখোমুখি জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

আত্মবিশ্বাসী জাপানের মুখোমুখি জার্মানি

কাতারে বিশ্বকাপ মিশন শুরু করল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ এশিয়ার দল জাপান। দোহার খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে এই দুই দল। এর আগে বিশ্বকাপ মঞ্চে জার্মানি কখনো মুখোমুখি হয়নি জাপানের। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড পার হতে পারেনি জাপান।

২০১৮ বিশ্বকাপে এশিয়ার আরেক দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় জার্মানি। আজ তাই জাপানের বিপক্ষে অভিযান শুরুর আগে সতর্ক জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়ার। ম্যাচের আগে গণমাধ্যমে জানান, ‘ইউরোপিয়ান দলগুলোর সবাই পরিচিত। কিন্তু জাপান একেবারে অন্য রকম ফুটবল খেলে। সুশৃঙ্খল ফুটবল খেলা জাপান কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে প্রথম ম্যাচে’।


বিজ্ঞাপন


অন্যদিকে জাপানের আট ফুটবলার খেলেন জার্মান লিগ বুন্দেসলিগায়। যার ফলে বিপক্ষ দলের সবাইকে বেশ ভালোভাবেই চেনা তাদের। এজন্য আজকের ম্যাচে জার্মানির বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামছে এশিয়ার দলটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাপানি ফরোয়ার্ড তাকুমা আসানো ছিলেন আত্মবিশ্বাসী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউরোপিয়ান আর লাতিনদের তুলনায় এশিয়ার দলগুলো পিছিয়ে অনেকটা। তবে ভয়ের কিছু নেই। আপনি জানেন না, কখন কী ঘটবে। এটা বিশ্বকাপ’।

জার্মানি একাদশ

ম্যানুয়েল নয়ার, নিকলাস সুয়েল, আন্তোনিও রুডিগার, নিকো স্লোটারবেক, ডেভিড রাউম, ইয়াশুয়া কিমিখ, ইকাই গুন্দোগান, সার্জ নাব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ।

জাপান একাদশ


বিজ্ঞাপন


শুশি গোন্ডা, হিরোকি সাকাই, মায়া ইউশিদা, কো ইতাকুরা, ইউতো নাগাতোম, আরো টানাকা, ওয়াতারু এন্ডো, জুনিয়া ইতো, ডাইচি কামাডা, তাকেফুসা কুবো, ডেইজেন মিডা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর