দুর্দান্ত নৈপুণ্যে গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টারের বাঁধা পেরিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও মরক্কো। ফাইনালে উঠে শিরোপা উঁচু করে ধরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই এগিয়ে গেছে ফরাসিরা। ম্যাচের পঞ্চম মিনিটে থিও হার্নান্দেজের দুর্দান্ত গোলে লিড পেয়েছে দিদিয়ে দেশমের দল।
কাতারের আল খোরের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে এই দুই দল। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দ্রুত আক্রমণে ফ্রান্সের রক্ষণকে ব্যস্ত রাখতে থাকে দলটি। তবে ম্যাচের পঞ্চম মিনিটে মরক্কোর রক্ষণকে ভেঙে থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ফরাসিরা।
বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। শেষ চারের ম্যাচে মাঠে নামার আগে ফরাসি শিবিরে ছিল না কোনো ইনজুরি সমস্যা ও নিষেধাজ্ঞা। অন্যদিকে আজকের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন দুই মরক্কোর উইঙ্গার হাকিম জিয়েশ ও সোফিয়ানে বৌফল। মরক্কোর হয়ে বিশ্বকাপে রেকর্ড সংখ্যক সপ্তম ম্যাচ খেলছেন এই দুই ফুটবলার।
এফএইচ