রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারগঞ্জে সমবায় সমিতির পরিচালকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় ৩ হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকেরা।

রোববার (৬ এপ্রিল) সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা।


বিজ্ঞাপন


IMG-20250406-WA0001

মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা ও ভুক্তভোগী আমানতকারীরা।

আরও পড়ুন

পিরোজপুরে ফসলি জমি ও স্কুলের পাশেই অবৈধভাবে চলছে ইটভাটা

আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সঙ্গে জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।


বিজ্ঞাপন


এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।

IMG-20250406-WA0002

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেছেন। সড়কটি ছেড়ে দেওয়ার জন্যে কথাবার্তা চলছে আন্দোলনকারীদের সঙ্গে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন