আরও একবার বিশ্বকাপের মঞ্চে নিজেকে মেলে ধরার অপেক্ষায় লিওনেল মেসি। পঞ্চমবারের মতো ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’-এ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়ে এবার কাতারে পা রেখেছেন এই ফুটবল জাদুকর। সৌদি আরবের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে সেই স্বপ্ন রচনার সূচনা করবে লিওনেল স্ক্যালোনির দল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় গ্রুপ ‘জি’তে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। আজকের ম্যাচে বেশকিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। দেখে নেওয়া যাক আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের সামনে আজকের ম্যাচ কি নিয়ে অপেক্ষা করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- স্বপ্নপূরণের শেষ চেষ্টায় মাঠে নামতে প্রস্তুত মেসি
দিয়েগো ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছেন। আরেক আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। তবে আজকের ম্যাচে একটি গোল করলেই এই দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসাবেন মেসি। লিখবেন একমাত্র আর্জেন্টাইন হয়ে টানা চার বিশ্বকাপে গোল করার নতুন রেকর্ড।

তাছাড়াও আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মেসি। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ ১৭টি ম্যাচে জয় পেয়েছেন জার্মানদের সাবেক ফুটবলার মিরোস্লাভ ক্লোসা। মেসির জয় ১২টি ম্যাচে। এবারের বিশ্বকাপে আলবেসেলিস্তারা যদি সেমিফাইনালের টিকিট পায়, তবে ক্লোসার সেই রেকর্ড ভাঙবেন মেসি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- প্রথম ম্যাচের আগে ইনজুরির গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি
অপরদিকে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব থাকবে লিওনেল মেসির কাঁধে। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে ১২ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মেসি। তবে সর্বোচ্চ ১৭ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড আছে মেক্সিকোর সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজের। ১৬ ম্যাচে অধিনায়কত্ব করে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। তাই এবারের আসরে যদি আলবেসেলিস্তারা সেমিতে উঠতে পারে, তবে আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবেন লিওনেল মেসি।
এফএইচ































































































































































































































































































































































































































































