বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০১:৫১ এএম

শেয়ার করুন:

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সেমিফাইনালে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই ডাচ রক্ষণকে চেপে ধরে আলবেসেলিস্তারা। সমানে-সমান আক্রমণ করে ডাচ ফুটবলাররাও। তবে কাঙ্ক্ষিত সেই গোল করে দলকে প্রথমবারের মতো আনন্দের উপলক্ষ্য এনে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার মলিনা। ম্যাচের ৩৫ তম মিনিটে মেসির দারুণ পাস থেকে পাওয়া বলেই লক্ষ্যভেদ করেন এই রাইট ব্যাক।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে এই দুই দল। শুরু থেকেই দেখে শুনে ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ম্যাচের ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন মেসি, তবে তা লক্ষ্যে রাখতে পারেননি এই ক্ষুদে জাদুকর।


বিজ্ঞাপন


এরপর ৩৩তম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয় স্ক্যালোনির দল। তবে বক্সের বাইরে থেকে ডি পলের নেওয়া দুর্বল শট রুখে দেন ডাচ গোলরক্ষক।এর ঠিক দুই মিনিট পরই উল্লাসে ভাসে আর্জেন্টিনা। প্রতিপক্ষের জমাট রক্ষণকে বোকা বানিয়ে ডিফেন্ডার মলিনাকে দারুণ পাস দেন মেসি। সেই বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ান মলিনা।

আন্তর্জাতিক ফুটবলে অ্যাথলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের এটিই প্রথম গোল।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর