কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই এবারের আসরের হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ সূচনা করে সৌদি আরব। ঐতিহাসিক এই জয়ের পর সৌদি ফুটবলারদের রোলস রয়েস গাড়ি উপহারের একটি তথ্য প্রকাশ করে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দলের ফুটবলারদের একটি করে রোলস রয়েস গাড়ি উপহার দিচ্ছেন।
তবে সৌদি ফুটবলার সালেহ আলশেহরি তথ্যটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ‘এই ম্যাচ আর্জেন্টিনার জন্য ফাইনাল’
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আলশেহরি বলেন, ‘আমরা এখানে এসেছি দেশের সেবা করতে এবং সেরাটা দিতে এসেছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন’।
সংবাদ সম্মেলনে আলশেহরির উদ্দেশ্যে এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘আমরা শুনেছি আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর আপনি একটি বিলাসবহুল গাড়ি পেয়েছেন? এটা কি সত্যি? গাড়ি পেয়ে থাকলে আপনি কোন রং পছন্দ করলেন’?
এই প্রশ্নের জবাবে আলশেহরি জানান, ‘এ খবর সত্যি নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এখানে কেবল দেশের সেবায় এসেছি’।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি হোঁচট খায় এশিয়ান পরাশক্তিদের বিপক্ষে।
এফএইচ































































































































































































































































































































































































































































