মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে?

এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সোমবার রাতে দোহারের স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। জয়ের নায়ক ম্যানইউ’র তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। 

এক ম্যাচে হাতে রেখে শেষ ষোলোতে ওঠা সেলেসাওরা দ্বিতীয় রাউন্ডে লড়বে ‘এইচ’ গ্রুপ থেকে আসা একটি দলের বিপক্ষে। সেই দৌড়ে এগিয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের নাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন- পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ, আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

১ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠবে নেইমার-রিচার্লিসনেরা। এতে পরের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলকে।

অপরদিকে ‘এইচ’ গ্রুপে বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। দুই ম্যাচে দলটির পয়েন্ট ছয়। পর্তুগিজরা ২ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ধারাবাহিকতা ধরে রাখলে সেই ম্যাচে সহজ জয় তুলে আনবে রোনালদোর দল। সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করতে লড়াইয়ে নামবে উরুগুয়ে ও ঘানা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিশ্বকাপের ইতিহাসে পর্তুগিজ ডিফেন্ডার

উরুগুয়ের সঙ্গে ড্র করতে পারলেই ঘানার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে। বর্তমানে ঘানার পয়েন্ট তিন, উরুগুয়ের এক। পরের ম্যাচে সুয়ারেজদের তাই জয়ের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে ঘানা অথবা উরুগুয়ে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর