শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে শোচনীয়ভাবে হেরে যায় আর্জেন্টিনা। পরের ম্যাচেই মেসি জাদুতে ঘুরে দাঁড়ায় দলটি। গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির দল। ‘এলএমটেন’ এর ম্যাজিক্যাল পারফরম্যান্স সেদিন লিখেছিল নতুন এক স্বপ্ন জয়ের গল্প।

তবে মেক্সিকোর বিপক্ষে সেই জয়ে এখনও চাপ কাটেনি লিওনেল স্ক্যালোনির। শেষ ষোলোতে নিজেদের জায়গা পাকা করতে মেসি-ডি মারিয়াদের লিখতে হবে আরেকটি নতুন অধ্যায়ের। বুধবার গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে আলবেসেলিস্তারা।


বিজ্ঞাপন


অন্যদিকে বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি পোল্যান্ডের। মেক্সিকোর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জয় পায় পোলিশরা।

ফলে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার।

পোল্যান্ডের সাথে ড্র করলেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে মেসিদের। তবে সেক্ষেত্রে মেক্সিকোর সঙ্গে সৌদি আরবের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মেসিদের। সৌদি আরব মেক্সিকোর সঙ্গে হেরে গেলে পোল্যান্ডের সাথে ড্র করেও শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা।


বিজ্ঞাপন


আর পোল্যান্ডের সাথে হেরে গেলে কোনো সম্ভাবনাই থাকবে না। সেখানেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে আলবেসেলিস্তাদের।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর