বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রথমার্ধে জিরুদের গোলে এগিয়ে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

প্রথমার্ধে জিরুদের গোলে এগিয়ে ফ্রান্স

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সবার আগে শেষ ষোলোতে পৌঁছালেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে হেরে অঘটনের সাক্ষী হয় ফ্রান্স। এবার সেই ধাক্কা কাটিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠার পরীক্ষায় মাঠে নেমেছে ফরাসিরা। প্রতিপক্ষ ১৯৮৬ সালের পর প্রথমবার দ্বিতীয় রাউন্ডের টিকিট হাতে পাওয়া পোল্যান্ড। ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে জিরুদের গোলে লিড নিয়ে বিরতিতে গেছে ফ্রান্স। এই গোলেই ৫২ গোল নিয়ে ফ্রান্সের হয়ে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক এখন জিরুদ।

দোহারের আল থুমামা স্টেডিয়ামে রাত ৯টায় মাঠে নামে এই দুই দল। সবশেষ ২৬ বছর আগে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ে নেমেছিল পোলিশরা। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায়। গ্রিজমানের কর্নারে ম্যানইউ ডিফেন্ডার ভারানের হেড লক্ষ্যে থাকেনি। এরপর ত্রয়োদশ মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে চেষ্টা করেন চুয়ামেনি, তবে সেই যাত্রায় ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। এর ঠিক চার মিনিট পর উসমান দেম্বেলের শট সহজেই আটকে দেন তিনি।


বিজ্ঞাপন


এরপর খেলার ৩৮তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল পোল্যান্ড। পেনাল্টি স্পটের কাছ থেকে জেলিনস্কির শট পা দিয়ে ফেরান লরিস। ফিরতি বলে জেলিনস্কির আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন উপেমেকানো। এরপর কামিনিস্কির শট গোললাইন থেকে বিপদমুক্ত করেন ভারানে। তবে ম্যাচের ৪৪তম মিনিটে জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এমবাপের পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই এসি মিলান স্ট্রাইকার।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর