বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

৩৬ মিনিটেই তিন গোল, উড়ছে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১০:১০ পিএম

শেয়ার করুন:

৩৬ মিনিটেই তিন গোল, উড়ছে মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সূচনাটা দুর্দান্তভাবেই করেছে লিওনেল মেসির দল। ম্যাচের ৩৬ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। সাফল্যের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন ফুটবলারদের। ১৭ তম মিনিটে মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান জুলিয়ান আলভারেজ। 


বিজ্ঞাপন


প্রথম গোলের পর যেন আরো নিজেদের আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে দলের হয়ে আনহেল ডি মারিয়া দ্বিতীয় গোলটি করেন। 

নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ মিনিট শেষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।  

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর