বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

কাতার বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

কাতার বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। এবারের আসরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফিফা অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল। এরমধ্যেই কাতারে পৌঁছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ফুটবলাররা যোগ দিচ্ছেন নিজেদের অনুশীলন ক্যাম্পে।

প্রথম অনুশীলনে গতকাল (মঙ্গলবার) মাঠে নামে ফরাসি ফুটবলাররা। তবে কালই বড় এক দুঃসংবাদ পেয়েছে দলটি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ত্রিস্তোফা এনকুনকু হাঁটুতে চোট পেয়েছেন। আর এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- একনজরে কাতার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি

দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান ২৫ বছর বয়সী এনকুনকু। এরপর পরীক্ষায় ধরা পড়ে তার বাঁ হাঁটু মচকে গিয়েছে। এরপরই লাইপজিগের এই স্ট্রাইকারকে বিশ্বকাপ মিশনে দলের সাথে না পাওয়ার কথা জানিয়ে দেয় ফরাসি ফুটবল ফেডারেশন। 

কোচ দিদিয়ের দেশমের দলে আক্রমণভাগে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপের পরই কার্যকরী অবস্থানে ছিলেন এই স্ট্রাইকার।

আরও পড়ুন- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে


বিজ্ঞাপন


২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে ফরাসিদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিশিয়া।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর