কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর নয়দিন। সবগুলো দল একে একে তাদের বিশ্বকাপ দল ঘোষণা করছে। সেই ধারাবাহিকতায় অভিজ্ঞ ও তরুণদের নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। দলে রয়েছেন নিজ দেশের হয়ে এক শতাধিকের উপর ম্যাচ খেলা লুইস সুয়ারেজ ও এদিনসন কাভানি।
গতকাল (বৃহস্পতিবার) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে লাতিন আমেরিকার দেশটি। ৩৫ বছর বয়সী সুয়ারেজ ও কাভানির মতো ফুটবলারদের এটিই হয়তো শেষ বিশ্বকাপ। উরুগুয়ের সোনালী রেকর্ডের সারথি এই দুই জন তাদের চতুর্থ বিশ্বকাপ খেলতে মাঠে নামবে।
বিজ্ঞাপন
অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কাতারের বিমান ধরবে। আগামী ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সুয়ারেজরা। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও ঘানা।
উরুগুয়ের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা , সের্হিও রোচেত, সেবাস্তিয়ান সোসা
ডিফেন্ডার: দিয়েগো গদিন, হোসে মারিয়া হিমেনেস, সেবাস্তিয়ান কোয়াতেস, মার্তিন কাসেরেস, রোনালদ আরাহো, মাতিয়াস ভিনা, মাথিয়াম অলিভেরা, গিয়ের্মো ভারেলা, হোসে লুইস রদ্রিগেস।
মিডফিল্ডার: মাতিয়াস ভেসিনো, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভেরদে, লুকাস তররেইরা, মানুয়েল উগার্তে, ফাকুন্দো পেলিস্ত্রি , নিকোলাস দে লা ক্রুস, জর্জিয়ান আররাসকায়েতা, অগাস্তিন কানোবিও ফাকুন্দো তররেস।
ফরোয়ার্ড: দারউইন নুনেস, লুইস সুয়ারেজ , এদিনসন কাভানি, মাক্সিমিলিয়ানো গোমেজ
এমএএম