সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাতার বিশ্বকাপে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আজ সোমবার (২২ আগস্ট) কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন স্মাইখ আল মারির সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে আসন্ন কাতার বিশ্বকাপ দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কাতারের শ্রমমন্ত্রী।

এই বৈঠকে জ্বালানি সংকট প্রাধান্য পেলেও, আলোচনা হয়েছে রোহিংগা ইস্যু, প্রবাসসহ নানা বিষয়ে। ড. মারি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে জানিয়েছেন শুভেচ্ছাও।


বিজ্ঞাপন


এদিকে, প্রথমবারের মতো মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। হাতে আছে মাত্র তিন মাস। উন্মাদনার শেষ নেই ভক্তদের, বাজারে ছাড়ামাত্রই বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক দিন আগে শুরু হবে এবারের বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বনাম লাতিন আমেরিকার দল ইকুয়েডরের লড়াই দিয়ে শুরু হবে এই আসর। 

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub