সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিল-আর্জেন্টিনা কেউই বিশ্বকাপের ব্যয়বহুল দল নয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

আগামীকাল রোববার পর্দা উঠছে কাতার বিশ্বকাপের ২২ তম আসর। চার বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমিদের মনে তাই বাঁধ ভাঙা উল্লাস। এরসঙ্গে পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা মাঠের খেলায় কে এগিয়ে কে পিছিয়ে, তা নিয়ে চলছে শেষ সময়ের চুলচেরা বিশ্লেষণ। এবার প্রকাশিত হলো নতুন এক পরিসংখ্যানের। কোন দলের মূল্য কত বেশি তা নিয়েই এবারের হিসাব নিকাশ।

খেলোয়াড়দের বাজার মূল্যের পরিসংখ্যান যাচাই করলে দেখা যায় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনা দামি দল নয়। বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান দল ইংল্যান্ড। থ্রি লায়ন্সের একাধিক খেলোয়াড় রয়েছেন, যাদের মূল্য ৮০ মিলিয়ন ইউরোর বেশি। হ্যারি কেইন, ফিল ফোডেন বা জেডন সানচো, যাদের দলের ফুটবলারদের মূল্য ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৩ হাজার কোটিরও বেশি।


বিজ্ঞাপন


এরপরই সবচেয়ে ব্যয়বহুল দল ফ্রান্স। মূলত কিলিয়ান এমবাপ্পে, ত্রিস্তোফা এনকুনকু, রাফায়েল ভারানে, কিংসলে কোমান এবং জুল কুন্দের মতো খেলোয়াড়দের কারণে ফ্রান্সের স্কোয়াড মহামূল্যবান। তাদের মূল্য ১.১৩ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় ১১ হাজার কোটিরও বেশি।

আরও পড়ুন- নরক থেকে ব্রাজিল দলে, রূপকথাকেও হার মানায় যে গল্প

এছাড়া তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের বাজার মূল্য বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি, যা ১.০৬ বিলিয়ন ইউরো এবং সাত নম্বরে থাকা আর্জেন্টিনার ৭৬৪.৫ মিলিয়ন ইউরো( ৮ হাজার কোটি টাকা)। অপরদিকে কাতার বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার মূল্য ১৬০ মিলিয়ন ইউরো (১ হাজার ৬০০ কোটি টাকার বেশি)।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub