সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইসমাইলার গোলে এগিয়ে সেনেগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে সেনেগাল ও ইকুয়েডর। কঠিন সমীকরণের এই ম্যাচের প্রথমার্ধে ইসমাইলা সারের পেনাল্টি থেকে লিড নিয়ে বিরতিতে গেছে সেনেগাল।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে এই দুই দল। সহজ সমীকরণের এই ম্যাচে যে দল জিতবে তারাই উঠবে পরের রাউন্ডে। তবে এই দৌড়ে এগিয়ে আছে ইকুয়েডর।


বিজ্ঞাপন


প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সেনেগাল। তবে সেই যাত্রায় দলকে লিড এনে দিতে পারেননি ইদ্রিসা গানা। এর ছয় মিনিট পর আবারও ভালো সুযোগ পায় তারা। কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে নেয়া শট লক্ষ্যে রাখতে পারেনি বোলায়ে দিয়া।

তবে ম্যাচের ৪৪তম মিনিটে সেনেগালকে লিড এনে দেন ইসমাইলা সার। ডি বক্সে ফাউলের শিকার হন এই ফরোয়ার্ড। এই সুযোগেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইলা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub