বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ 

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সাফল্য তুলনামূলক ওয়ানডেতেই ভালো। এবার এই ফরম্যাটের ক্রিকেটে নতুন সুখবর পেল টাইগাররা। আইসিসি সুপার লিগে ভালো অবস্থানে থাকায় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে তামিম ইকবালরা। 

টাইগাররা এই মুহূর্তে অবস্থান করছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ১৮ ম্যাচে ১২ জয় তুলে নেয়া তামিম-মুশফিকদের বাকি রয়েছে আর দুইটি সিরিজ। তবে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হারায় ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। 


বিজ্ঞাপন


এছাড়া ১৩ দলের চলমান আইসিসি ওয়ানডে সুপার লিগে স্বাগতিক ভারত ব্যতীত শীর্ষ ৭ দলের সামনে সুযোগ রয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার। প্রতিটি দল ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিয়েছে। যেখানে স্বাগতিক ভারত এবং বাংলাদেশ ছাড়াও ছাড়া আরও তিন দলের সরাসরি বিশ্বকাপে খেলা হয়েছে নিশ্চিত। বাকি তিন জায়গার জন্য লড়াইয়ে রয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো দল গুলো।

২০২৩ সালের মার্চে ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার লিগের এই দুই সিরিজ খেলবে তামিম ইকবালরা।

এসটি 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর