বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সৌদি আরব

সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১ লাখ ৫০ হাজার বর্গ কি.মি. আয়তনের দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। উত্তরে জর্দান ও ইরাক, উত্তরপূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন। সৌদি মূলত ৫টি আমিরাতে/রাজ্য বিভক্ত। নজদ, আরার, আরব আসির, আহসা ও হেজাজ। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক এবং আইনের ক্ষেত্রে ইসলামি আইনের অনুসারী। সৌদি আরব জিসিসি, ওআইসি ও ওপেক এর সদস্য। সৌদি আরবের সর্বশেষ খবর জানুন ঢাকা মেইলে।

শেয়ার করুন: