শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ এএম

শেয়ার করুন:

শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ 

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াই শেষ হয়েছে। অনেক আলোচনা-সমালোচনার পর মাঠে গড়ানো ২২তম বিশ্বকাপের শেষ ষোলোর দলগুলো চূড়ান্ত হয়েছে। দীর্ঘ ১৩ দিনের গ্রুপ পর্বের লড়াইয়ে অনেক অঘটনের দৃশ্যপট মঞ্চায়িত হয়েছে। যেখানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়, আবার অপরদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও রয়েছে সেই তালিকায়। গ্রুপ পর্বের শুরুর দিকে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে হার, শেষ দিকে ব্রাজিলের ক্যামেরুনের বিপক্ষে হার সব মিলিয়ে বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ ছিল বিশ্বকাপের সূচনালগ্নটি। 

'এ' গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস, সেনেগাল। ক্রমান্বয়ে 'বি' গ্রুপে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র; 'সি'- আর্জেন্টিনা, পোল্যান্ড; 'ডি'- ফ্রান্স, অস্ট্রেলিয়া; 'ই'- জাপান, স্পেন; 'এফ'- মরক্কো, ক্রোয়েশিয়া; 'জি'- ব্রাজিল, সুইজারল্যান্ড; 'এইচ' -পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়বেলায় অশ্রুসিক্ত সুয়ারেজ-কাভানি

কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে ৩ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস 'বি' গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এই ম্যাচ পরই দিবাগত রাত ১টায় 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে 'ডি' গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: বিশ্বকাপের শেষ ষোলোর সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী

এক নজরে শেষ ষোলোর লড়াইয়ে কে কার প্রতিপক্ষ:  

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র 

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া 

ফ্রান্স-পোল্যান্ড 

ইংল্যান্ড-সেনেগাল 

জাপান-ক্রোয়েশিয়া 

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া 

মরক্কো-স্পেন 

পর্তুগাল-সুইজারল্যান্ড

 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর