মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

বরিশালে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় প্রধান জামাত হয়েছে। সকাল সাড়ে ৭টায় নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে দ্বিতীয় প্রধান জামাত হয়েছে।

সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে বরিশাল জেলার আট হাজার মসজিদে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


এর মধ্যে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে দুইটি করে জামাত হয়েছে।

প্রধান জামাতে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ সব শ্রেণিপেশার মানুষ।

ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বরিশাল জেলার সর্ববৃহৎ জামাত হয়েছে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই পীরের দরবার শরীফে। জেলার মধ্যে দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত হয়েছে উজিরপুরের গুঠিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে।

তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত হয়েছে ঝালকাঠীর এনএইচ কামিল মাদ্রাসা মাঠে। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের জানান, সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানিয়েছেন, জেলায় মোট ৮৭৩৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৮ হাজার মসজিদেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর