পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য ফেনী পৌরসভার পক্ষ হতে ১৫ হাজার বিশেষ পলিব্যাগ তৈরি করা হয়েছে।
রোববার (৩ জুলাই) থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের হাতে জনসংখ্যা অনুযায়ী এ বিশেষ ব্যাগগুলো বিতরণ করা হবে। ঈদের আগেই কোরবানিদাতাদের কাছে এই ব্যাগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেনী পৌর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ফেনী পৌরসভা কার্যালয়ে বিশেষ এই ব্যাগ পর্যবেক্ষণ শেষে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কোরবানির রাতেই আমরা শহরের সব বর্জ্য অপসারণ করতে চাই। এজন্য নাগরিকদের কাছে কোরবানির আগেই বিশেষ ব্যাগ দিয়ে দেওয়া হবে। নাগরিকরা কোরবানির পশুর বর্জ্যগুলো ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখলে পৌরসভার লোকজন গিয়ে তা অপসারণ করবে। এতে করে মানুষ পরের দিন ঘুম থেকে উঠে বর্জ্যের পচা দুর্গন্ধ থেকে মুক্তি পাবে।
মেয়র বলেন, এক্ষেত্রে শুধু পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে হবে না। নাগরিকদেরকেও নির্দেশনা মেনে পৌরসভাকে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা একটি পরিচ্ছন্ন পৌরসভার অধিবাসী হতে পারবো।
প্রতিনিধি/জেবি

















































































































































































































































































































