রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান বলেন, ঈদের জামাতের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে সার্কিট হাউজ ময়দানে সামিয়ানা লাগানোর কাজ চলছিল। তবে বৃষ্টি হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। এমন আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদের সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সার্কিট হাউজ ও টাউন জামে মসজিদ ছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ডে ও জেলার ৯টি উপজেলায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর খুলনা আলিয়া মাদরাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সরকারি বিএল কলেজ জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। নিরালা তাবলীগ মসজিদ ও হরিণটানা আল আকসা মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রায়পাড়া মসজিদে মিনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এছাড়া শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায়। শিরোমনি বাজার জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। গিলাতলা গাজীপাড়া ঈদগাহ, গিলাতলা মোল্লাপাড়া ঈদগাহ, গিলাতলা শেখপাড়া জামে মসজিদ, গিলাতলা বায়তুল আকসা জামে মসজিদ, শিরোমনি মধ্যপাড়া দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর ৩১টি ওয়ার্ডে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর