শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

এবার ঈদে ব্যবসায়ী বনে গেলেন তারা 

কাজী রফিক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সবারই বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। সংখ্যায় চারজন। আসন্ন ঈদকে সামনে রেখে প্রথমবারের মত তারা বনে গেছেন ব্যবসায়ী। পথের পাশে নিজেদের উদ্যোগে বসিয়েছে ঘাস ও খড়ের দোকান। 

দোকানে ছাউনি না থাকলেও তাদের রয়েছে ব্যবসায়ী হওয়ার বাসনা। তাই তো চারজনের জমানো টাকা আর পরিশ্রমের ফসল হিসেবে গড়ে উঠেছে তাদের প্রথম অস্থায়ী দোকান। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর গাবতলি-সদরঘাট বেড়িবাঁধ সড়কের পাশে দেখা মেলে তাদের। 

দোকানের মালিক চারজন। তাদের মধ্যে আব্দুল মোহাম্মদ জুবায়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র, মো. শরিফ তৃতীয় শ্রেণীর ছাত্র, মো. শুভ দ্বিতীয় শ্রেণী ও মো. স্বাধীন প্রথম শ্রেণীর ছাত্র। 

জুবায়ের জানান, তারা ব্যবসা করতে আগ্রহী। তাই পকেট খরচ জমিয়ে তা দিয়ে খড় কিনে এসেছেন। প্রতি আটি খড় তারা ১৫ টাকা দরে কিনেছেন। আর বিক্রি করবেন ২০ টাকা দরে৷ ব্যবসায়ী হিসেবে তাদের যাত্রা শুরু মঙ্গলবার থেকেই। 

অপর বিক্রেতা শরিফ জানান, ঘাস তারা কেনেননি। খালি জমিতে হওয়া ঘাস কেটে এনেছেন নিজেরাই। এখানে বিনিয়োগ তাদের পরিশ্রম। তাই আকারভেদে প্রতি আটি ঘাস বিক্রি করবেন ১০ থেকে ২০ টাকায়। 


বিজ্ঞাপন


মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্রি খাতা খুলতে পারেননি এই চার শিশু। তবে তারা আশাবাদী। 

বুধবার থেকে স্থানীয় খামার ও হাট থেকে কোরবানি পশু বিক্রি বাড়বে। একই সঙ্গে তাদের খড় ও ঘাস বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। 

কারই/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন