শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

কোরবানির পশুর পেটে বাছুর পাওয়া গেলে করণীয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

কোরবানির পশুর পেটে বাছুর পাওয়া গেলে করণীয়

কোরবানি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি ওয়াজিব। তাই কোরবানির যাবতীয় মাসায়েল ভালোভাবে জেনে রাখা উচিত। অনেকে গাভী কোরবানি করতে গিয়ে গাভীর পেটে বাছুর পেলে সমস্যায় পড়ে যান। কী করতে হবে বুঝতে পারেন না।

ইসলামি শরিয়তের বিধান হলো- বাছুরটিকেও জবাই করে দিতে হবে। তার গোশত খেতে পারবে। সদকাও করতে পারবে। তবে মোস্তাহাব হলো সেটাকে দান করে দেওয়া। আর যদি বাচ্চা মৃত বের হয়, তাহলে সেটাকে ফেলে দিবে। খাওয়া যাবে না।


বিজ্ঞাপন


আর কোরবানির পশু কেনার পর জবাইয়ের আগে বাচ্চা হলে ওই বাচ্চাটিকে জীবিত সদকা করে দিতে হবে। কিন্তু যদি জবাই করে তার গোশত খেয়ে ফেলে, বাচ্চাটির মূল্য সদকা করে দিতে হবে। (খুলাসাতুল ফতোয়া: ৪/৩২২, আল মুহিতুল বুরহানি: ৮/৪৭১, হিন্দিয়া: ৫/৩০১, রদ্দুল মুহতার: ৬/৬২২; তাতারখানিয়া: ১৭/৪৪৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানিসহ যাবতীয় বিধান সুন্নাহর অনুসরণের করার তাওফিক দান করুন। আমিন। কোরবানির পশুর পেটে বাচ্চা, গরুর পেটে বাচ্চা, কুরবানীর সময় পেটে বাছুর, কোরবানীর পশুর পেটে বাছুর পেলে জবাই করা, কুরবানীর পশুর বাছুর খাওয়া হালাল?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর