রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

নাটোরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

নাটোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত আদায় করতে ভোর থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে প্রবেশ করেন। এসময় মাঠে মুসল্লিদের ঢল নামে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।


বিজ্ঞাপন


একই মাঠে সকাল সৌয়া ৭টার ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান।

পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন- স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


বিজ্ঞাপন


এছাড়া শহরের মল্লিকহাটি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, নিচাবাজার মসজিদ ঈদগাহ, গাড়িখানা মসজিদ মাঠ, এনএস কলেজ ঈদগাহ মাঠ, বুড়া দরগার ঈদগাহ মাঠ, স্টেশন বাজার ঈদগাহ, চকবৈদ্যনাথ ঈদগাহ মাঠ, হরিশপুর ঈদগাহ মাঠসহ অন্তত ৩০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর