অন্যান্য বছরের মতো এবারও ঈদুল আজহায় অসহায়দের মুখে কোরবানির পশুর মাংস তুলে দিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। দেশের বিভিন্ন জেলায় ২০ হাজার দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করেছে সংগঠনটি।
ঢাকা, কিশোরগঞ্জ, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, বাগেরহাট, মাদারীপুরসহ বিভিন্ন জেলার ১৩টি স্পট থেকে কোরবানির পশুর এই মাংস বিতরণ করা হয়। প্রতিটি জায়গাতেই স্থানীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের ভৈরব সেন্টারে মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ড. আমিন হাফিজ ওমর।
ঢাকার ধামরাইতে এতিম ও অসহায়দের মাঝে মাংস বিতরণ অনুষ্ঠানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। তিনি কাতার চ্যারিটির এমন উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাতার চ্যারিটি দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে।
বিইউ/জেবি
বিজ্ঞাপন

















































































































































































































































































































