বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ১৩৮৪টি জামাত অনুষ্ঠিত হবে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ১৩৮৪টি জামাত অনুষ্ঠিত হবে

আগামীকাল রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা। মুসল্লিদের বরণে ঈদগাহ মাঠগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে ১৩৮৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে হবে ঈদের প্রধান জামাত।

ঈদ জামাতে নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭ শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্য ও র‌্যাব সদস্যরা মাঠে থাকবেন।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর