সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রাইভেট পড়াতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে আহাদ শেখ (৫৫) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ এপ্রিল) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন। তার দাবি, আহাদ প্রাইভেট পড়াতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।


বিজ্ঞাপন


নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আহাদ শেখ নড়াগাতি থানার পেচি ডুমুরিয়া গ্রামের মৃত ছানা শেখের ছেলে। তিনি ওই স্কুলছাত্রীর প্রাইভেট শিক্ষক ছিলেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, তিনি তার স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় সোমবার (৭ এপ্রিল) বিকেলে মেয়েকে বাড়িতে রেখে যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী অবস্থান করছিল। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে তার মেয়ের প্রাইভেট শিক্ষক আহাদ শেখ পড়াতে আসেন। তিনি প্রথমে তার ছেলের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখে। পরে মেয়েকে পড়ানোর জন্য অন্য ঘরে গিয়ে ‘অঙ্ক পারলে খেলাখেলি করব’ বলে প্রলোভন দেখায়। মেয়েটি এতে রাজি না হলে আহাদ শেখ তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। এছাড়া ঘটনা কাউকে জানালে খুন করে ফেলার হুমকি দেন। এরপর মেয়ে চিৎকার দেয় এবং রুম থেকে পালিয়ে গিয়ে ভাবিকে ঘটনা জানায়। পরে ওই ছাত্রীকে হাসপাথালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রোববার থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। তবে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর