মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর। পুরো জেলায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ১ হাজার ১০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রধান জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।

নামাজের পর খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু করবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর