শেরপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
রোববার (১৩ এপ্রিল) এ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
বিজ্ঞাপন
অভিযুক্ত আজিজুল হক (৭০) শ্রীবরদী উপজেলার কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।
জেলার শ্রীবরদী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত আজিজুল হক বাড়ির উঠানে গিয়ে শিশুটির কাছে খাবার পানি চান। এরপর পানি খাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। প্রথমে বিষয়টি গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
পরে গত শুক্রবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ৯৯৯-এ ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় শ্রীবরদী থানা-পুলিশ। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষণ মামলা গ্রহণ করে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ