বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ।
বিজ্ঞাপন
মোংলা নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মোংলার পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়নাতদন্তের জন্য দুপুরেই লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ