মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বৃন্দাবন হাটের আকর্ষণ ‘গোলাপি মহিষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

মহিষ মানেই চকচকে কালো রঙের লোমে ভরা প্রাণীকেই চেনে মানুষ। কালো ছাড়া অন্য রঙের মহিষ তেমন চোখে পড়ে না। তবে রাজধানীর উত্তরার বৃন্দাবনের হাটে দেখা মিলেছে এমন দুটি মহিষের। কোরবানির পশুর হাটে আনা মহিষ দুটি সবার নজর কেড়েছে। দুর্লভ রঙের মহিষ দুটি দেখতে প্রতিদিন সেখানে ভিড় করছেন শত শত মানুষ।

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, রোববার (২৫ জুন) বিকেলে বহু মানুষ হাটে এসেছেন। ছোট-বড় নানা ধরনের কোরবানির পশু দেখছেন তারা। রঙ-বেরঙের বিভিন্ন আকৃতির কোরবানির পশু নজর কাড়ছে তাদের। এর মধ্য চোখ আকটে যায় হাটে আসা গোলাপি রঙের দুটো মহিষ দেখে। ক্রেতারা মহিষ দুটি দেখে থেমে যাচ্ছেন। অনেকে ছবি তুলছেন। আবার অনেকে দাম জানতে চান।


বিজ্ঞাপন


টাঙ্গাইলের সখীপুর থেকে মাটি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান মহিষ দুটো এনেছে। মাটি এগ্রোর মোহাম্মদ আলী ঢাকা মেইলকে বলেন, ‘আমরা হাটে ৬৩টি পশু এনেছি। এর মধ্যে ৪টি মহিষ আছে। সেগুলোর মধ্যে দুটি মহিষ গোলাপি রঙের।’

wajed-2

মোহাম্মদ আলী আরও বলেন, ‘আমাদের খামারে আরও ৪টি গোলাপি মহিষ আছে, হাটে এনেছি দুটি। এই কালার খুব একটা হয় না। ১০০ মহিষে ৪/৫টা হয়। আরও কমও হয়।’

গোলাপি মহিষের দাম জানতে চাইলে তিনি বলেন, ২ লাখ ৮০ হাজার চাচ্ছি। তবে বেশিরভাগ মানুষ দেখছেন, ছবি উঠাচ্ছেন, দাম হয়নি। প্রতিদিন অসংখ্য মানুষ মহিষ দুটি দেখতে কিছুসময়ের জন্য হলেও এখানে দাঁড়ায়। কথা বলে দাম জানতে চায়। এটা আমাদের খুব ভালো লাগছে। 


বিজ্ঞাপন


রাজধানীর শাহজাহানপুর পশুর হাটেও দেখা গেছে গোলাপি মহিষ। ঈদুল আজহা উপলক্ষে শাজাহানপুর হাটে মহিষ দুটি তুলেছেন শাহবাজপুর হালাল মিটের কর্ণধার শহীদবাগের ব্যবসায়ী আলম।

শাজাহনপুরের হাটে ওঠা মহিষ দুটির মধ্যে ছোটটির দাম হাঁকা হচ্ছে ৫ লাখ আর বড়টি ৮ লাখ। আজিজ হোটেলের সামনের খুঁটিতে রাখা হয়েছে পশু দুটি।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর