রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ায় মাঠে ঈদের নামাজ আদায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ায় মাঠে ঈদের নামাজ আদায়

বৈরী আবহাওয়ায় ঈদুল আজহার নামাজ ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের সব থেকে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় জেলা কেন্দ্রীয় ঈদগা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।


বিজ্ঞাপন


নামাজে ইমামতি করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান।

রাত থেকেই বৃষ্টি হতে থাকলেও সকাল ৭টায় বৃষ্টি থেমে গেলে ঈদগাহে জমায়েত হয় হাজার হাজার মুসল্লি। পরে সাড়ে ৮টায় ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন তারা। নামাজ শেষ হতে না হতেই শুরু হয় বৃষ্টি। এতে বৃষ্টিতে ভিজতে ভিজতেই খুতবা শোনেন ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মানুষরা। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Eid

এছাড়াও মোনাজাতের আগে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ও একে অন্যে সহাদ্যপূর্ণ পরিবেশে বসবাত করতে পারার এবং ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাব ও দোয়া কামনা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর