মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

উত্তরার হাটে নজর কেড়েছে ‘যুবরাজ’ ও ‘বাহুবলি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৯:২২ এএম

শেয়ার করুন:

উত্তরার হাটে নজর কেড়েছে ‘যুবরাজ’ ও ‘বাহুবলি’

পশুর হাটে বিভিন্ন নামের ছোট-বড় গরু উঠছে আর নজর কাড়ছে ক্রেতাদের। এমনই কোরবানির জন্য দুটি গরু উঠেছে রাজধানীর উত্তরার বৃন্দাবন হাটে। যার একটির নাম ‘যুবরাজ’, আরেকটি ‘বাহুবলি’। দুটি গরুর ওজনই প্রায় কাছাকাছি। বিক্রেতা দুটি গরুর দাম চাচ্ছেন আট লাখ টাকা।

যুবরাজ ও বাহুবলিকে রাখা হয়েছে পাশাপাশি। যুবরাজের ওজন সাড়ে ১২ মণ আর বাহুবলি ১৩ মণ বলে জানান বিক্রেতার সাথে আসা দায়িত্বরত আসাদ।


বিজ্ঞাপন


পাবনার সুজানগর ভিটাবিলা থেকে গরুগুলো নিয়ে এসেছে খন্দকার এগ্রো। প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, তারা মোট ২৭টি গরু এনেছেন, যার মধ্যে তিনটি গরুর নাম আছে, বাকিগুলোর কোনো নাম নেই। যুবরাজ গরুটি দেখতে হালকা সাদা রঙের। মাথার অংশ হালকা লাল, শিং লম্বা খাড়া আকৃতির। আর বাহুবলি দেখতে পুরো লাল। নবাব নামে তাদের আরেকটি গরু রয়েছে।

গরুর দাম বিষয়ে জানতে চাইলে ডা. সজিব বলেন, দুটি গরুর মধ্যে যুবরাজের দাম চাচ্ছি তিন লাখ আশি হাজার আর বাহুবলির দাম চাচ্ছি চার লাখ ২০ হাজার। ইতোমধ্যে দুটি গরু সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছে ক্রেতারা।

বৃন্দাবন হাটে মূল হাসিল ঘর থেকে একটু এগিয়ে উত্তর দিকের রাস্তায় গেলেই চোখে পড়ে খন্দকার এগ্রো নামে বিশাল ব্যানার। সেখানে দুটি গরুর শরীরে মোটা সাদা কাপড়ে প্রিন্ট করে লেখা রয়েছে 'যুবরাজ' 'বাহুবলি'। নামের সঙ্গে গরুর ওজনও লেখা রয়েছে। সেজন্য কোনো দর্শনার্থীকে গরুটির নাম জিজ্ঞেস করতে হচ্ছে না। অনেকে গরু দুটির দাম জানতে চাচ্ছেন। কেউ কেউ ছবি তুলছেন।

Jubraj1


বিজ্ঞাপন


খন্দকার এগ্রোর কর্মকর্তা ডা. সজিব ঢাকা মেইলকে বলেন, এটি আমাদের খামারের অন্যতম গরু। তিনটি গরুর নাম থাকলেও বাকিগুলোর নাম নেই। অন্যান্য গরু বিক্রিও হয়েছে। এই নাম দেওয়া গরুগুলো প্রত্যাশিত দাম পেলেই বিক্রি করে দেবে।

গরুর দাম বিষয়ে জানতে চাইলে ডা. সজিব বলেন, দুটি গরুর মধ্যে যুবরাজের দাম চাচ্ছি তিন লাখ আশি হাজার আর বাহুবলির দাম চাচ্ছি চার লাখ ২০ হাজার। ইতোমধ্যে দুটি গরু সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছে ক্রেতারা।

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, বড় বড় গরু দেখতে মানুষের ভিড় থাকলেও বেশির ভাগ ক্রেতা কিনছেন ছোট ও মাঝারি আকৃতির গরু। মূলত বাজারে এসব গরুর চাহিদাই বেশি।

ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর