রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

রোগীদের সঙ্গে মেয়রের ঈদ আনন্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

রোগীদের সঙ্গে মেয়রের ঈদ আনন্দ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রান্না করা খাবার (বিরিয়ানি) নিয়ে হাসপাতালের ভর্তি রোগীদের খোঁজ-খবর নিতে ছুটে গেলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে জেলা সদর হাসপাতালে মেয়র মাসুম তার ব্যক্তিগত উদ্যোগে রোগী ও স্বজনদের মাঝে বিরিয়ানি প্যাকেট বিতরণ করতে দেখা যায়। কুশল বিনিময় করতেও দেখা যায় হাসপাতালে থাকা লোকজনের সঙ্গে।


বিজ্ঞাপন


জানতে চাইলে মাসুম ভূঁইয়া ঢাকা মেইলকে বলেন, তিনি চেষ্টা করেন প্রতিটি ঈদের দিন হাসপাতালে এসে রোগীদের খোঁজখবর নিতে। পাশাপাশি এক বেলা খাবার বিতরণ করতে পেরে বেজায় খুশি বলেও জানান মেয়র।

মেয়র আরও বলেন, দেখা যাচ্ছে অনেক রোগী দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের লোকজন দূর থেকে আসা যাওয়া করতে অনেক সময় লাগে। তাই এসব রোগীদের কথা চিন্তা করে কুশল বিনিময় ও এক বেলা খাবার বিতরণ করি। আজ ১ হাজার ৫০ জন রোগীর মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর