মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শেরপুরের ৯টি গ্রামে ঈদুল আজহা পালিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

শেরপুরের ৯টি গ্রামে ঈদুল আজহা পালিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের নয়টি গ্রামের একাংশে আগাম ঈদুল আজহা পালিত হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়ছে।


বিজ্ঞাপন


বৃষ্টি থাকায় মসজিদে অনুষ্ঠিত হওয়া এসব জামায়াতে শতাধিক করে মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি ১০ থেকে ২০ জন করে নারী মুসল্লি পর্দার আড়ালে একই জামাতের অংশগ্রহণ করেন। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকোলি করেন। এবং প্রীতিভোজে অংশ নেন।

আগাম ঈদ পালন করা গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল। দিন দিন বাড়ছে আগাম ঈদের সংখ্যা।

নামাজে আসা মুসল্লি আব্দুল আজিজ, ইসরাকুল হামজা, রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার একাংশ নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার কিছু লোক সৌদি আরব, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর