মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরে কান্দিভিটুয়া এলাকা থেকে মো. সিয়াম হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের কান্দিভিটুয়া এলাকা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত মো. সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিয়ামকে দেখতে না পেয়ে শিক্ষক ও সহপাঠীরা খোঁজাখুঁজির শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় তলায় একটি রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই ছাত্রকে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহত ছাত্রের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ও নিহতের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যেহেতু এটি একটি আত্মহত্যা, তাই এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর