সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরে তিনটি উপজেলার ১৪টি গ্রামে ঈদুল আজাহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।
বুধবার (২৮ জুন) সকালে জেলার আলফাডাঙ্গা উপজেলার সস্রাইল, বোয়ালমারী উপজেলার দায়রা জামে মসজিদ, রাখালতলা ঈদগা মাঠ ও ভাঙ্গা উপজেলাসহ ফরিদপুর জেলার মোট ১৪টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
দায়রা জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল হাসান বলেন, বহু বছর আগে থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন।
উপজেলার গ্রামগুলোতে সকাল থেকে ঈদের উৎসব বিরাজ করছে। বাড়িতে বাড়িতে ঈদের দিনের বিশেষ খাবার তৈরি করা হয়েছে।
সস্রাইল গ্রামের মিজানুর রহমান বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং চট্টগ্রামের মির্জাখিল শরীফের সঙ্গে মিল রেখে বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ নির্ধারিত দিনের একদিন আগেই আদায় করে থাকেন।
এছাড়া আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি থাকায় আগামীকাল পশু কোরবানি করবেন তারা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

















































































































































































































































































































