রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

নজর কেড়েছে ‘কালো মানিক’ জোড়, দাম হাঁকাচ্ছেন ২৫ লাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১১:৫২ এএম

শেয়ার করুন:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বোচ্চ ইজারার হাট ধোলাইখাল পশুর হাট। ৪ কোটি ৫৩ লাখ টাকা ইজারার এই হাটে নজরকাড়া দেশি-বিদেশি অনেক গরু উঠেছে। তবে সবগুলোর মধ্যে আলাদা করে নজর কেড়েছে চাঁদপুর থেকে নিয়ে আসা বড় আকৃতির দুটো কালো রঙের গরু। খামারি মো. ইমনের দেয়া নাম ‘কালো মানিক’র দাম হাঁকা হচ্ছে একটা সাড়ে ১২ লাখ করে দুইটা ২৫ লাখ টাকা। অবশ্য রোববার (২৫ জুন) রাত পর্যন্ত গরু দুটোর দাম প্রত্যাশার চেয়ে ক্রেতারা অনেক কম বলছেন বলে দাবি বিক্রেতাদের।

গরু দুটোর মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, খামারের সবচেয়ে বড় গরু কালো মানিক। চাঁদপুরের মতলব থেকে ভালো দামের আশায় নিয়ে এসেছেন ধোলাইখালের হাটে। অস্ট্রেলিয়ান ফ্রোজেন প্রজাতির গরু হওয়ায় আকারে বেশ বড়।


বিজ্ঞাপন


খামারের মালিক ইমন বলেন, ‘৭০ টির মতো গরু ছিল খামারে। বেশিরভাগ খামার থেকেই বিক্রি হয়ে গেছে। এই দুটো বড় হওয়ায় ঢাকায় নিয়ে আসলাম। যদি ভালো দাম পাই।’

তার দাবি, একেকটি গরুতে ১৮ থেকে ২০ মন গোশত হবে।

kalo-manikএদিকে, রোববার রাত পর্যন্ত গরু দুটোর দাম কেউ জোড়া ১০ লাখ, কেউ আবার ১২ লাখ বলছেন। সর্বোচ্চ ১৫ লাখ জোড়া দাম উঠেছে। তবে প্রত্যাশিত দামের কাছাকাছিও হয়নি বলে জানান খামারি ইমন।

অবশ্য গরুর দাম এত বেশি চাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মধ্যে। নূরুল ইসলাম নামে পুরান ঢাকার একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৫ লাখ টাকায় তো এক শতাংশ জমি কেনা যায়। এরা গরুর দাম এত চাইতেছে তাহলে মানুষ কেমনে কিনবে?’


বিজ্ঞাপন


অবশ্য গরুর দাম চাওয়ার পেছনে গো খাদ্যের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা অজুহাত আছে বিক্রেতার।

খামারি বলেন, ‘প্রতিদিন একেকটি গরুর পেছনে ১ হাজার টাকার মতো খরচ আছে। পাঁচ বছর ধরে এটা লালনপালন করা হয়েছে। সবসময় গরুর পেছনে লোক রাখতে হয়। খরচের সবকিছু চিন্তা করলে দাম খুব বেশি চাওয়া হচ্ছে না।’

এসময় পাশে দাঁড়ানো আরেকজন ক্রেতা বলেন, ‘অঢেল টাকা যাদের তারা ছাড়া কেউ এসব গরু কিনবেও না, দামও জিজ্ঞেস করবে না। আমরা শুধু বড় গরু দেখে চোখ জুড়ানোর চেষ্টা করছি।’

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাজারে তুলনামূলক বড় গরু এসেছে অনেক। তবে একদম ছোট, মাঝারি গরুও আছে। অনেকে আবার নিজেদের মতো করে লালন করে দেশি গরু নিয়ে বাজারে এসেছেন। 

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর