শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

কোরবানির চাহিদার চেয়ে ১০ হাজার গরু বেশি প্রস্তুত 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

কোরবানির চাহিদার চেয়ে ১০ হাজার গরু বেশি প্রস্তুত 
ছবি : ঢাকা মেইল

ঈদুল আজহাকে সামনে রেখে এবার কুমিল্লায় চাহিদার চেয়ে ১০ হাজারের বেশি গরু রয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে, গরু, ছাগল, ভেড়া ও মহিষ মজুদ আছে ২ লাখ ৫৮ হাজার ৪৩২টি। কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৪৮ হাজার। 

কুমিল্লায় কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও ঈদুল আজহার জামাতবিষয়ক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক কামরুল হাসান। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, কুমিল্লায় স্থায়ী পশুর হাট আছে ৭৫টি। এছাড়া এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে ৩৭৯টি। তবে অস্থায়ী হাটের সংখ্যা আরও বাড়তে পারে। সরকার নির্ধারিত হাসিল প্রতি ১ টাকায় ১১ পয়সা। এর বাইরে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ উদ্ভাবিত ‘অনলাইন পশুর হাট’ -এ পশুর বেচাকেনাকে উৎসাহিত করা হয়েছে। 

তাছাড়া চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

এছাড়া সভায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ছাপানো পোস্টার বিলি করা হয়। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর