রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেবেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেবেন ইউপি চেয়ারম্যান
ছবি : ঢাকা মেইল

বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে ২৬ মণ ওজনের গরু কোরবানি দেবেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। 

চতুর্থবারের মতো তাদের নামে কোরবানি দিচ্ছেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন। 


বিজ্ঞাপন


এ বছর তার নিজ খামারে লালন-পালন করা সবচেয়ে বড় গরুটি তাদের নামে কোরবানি দিয়ে গ্রামবাসীর মাঝে মাংস বিলিয়ে দিবেন বলে জানিয়েছেন তিনি।

চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন বলেন, গত তিন বছর ধরে ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ভাইয়ের নামে পশু কোরবানি দিয়ে আসছি। এবার নিজ খামারে লালন-পালন করা সবচেয়ে বড় গরুটি আমার নিজের বারাশিয়া গ্রামে কোরবানি দেওয়া হবে। 

কোরবানির মাংস গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দিবেন বলে জানান তিনি।  

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর