বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

দক্ষিণের পথে আজও ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

দক্ষিণের পথে আজও ঢাকা ছাড়ছে মানুষ

ঈদের আগে অনেকে ঢাকা ছেড়ে গেলেও কেউ কেউ ঢাকা ছাড়ছেন ঈদের দ্বিতীয় দিন। রাজধানীতে ঈদ করে সকালে বাড়ির পথে রওনা হয়েছেন তারা। 

সোমবার (১১ জুলাই) সদরঘাটে ঢাকা ছেড়ে যেতে মানুষের ব্যস্ততা দেখা গেছে। 


বিজ্ঞাপন


সকাল থেকেই সদরঘাট অভিমুখে যাত্রীদের ভিড় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ে। আর এই যাত্রীদের গন্তব্য চাঁদপুর, বরিশাল, বরগুনা। 

সোমবার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল লঞ্চ ছেড়ে গেছে তাতে তিল ঠাঁই ছিল না।

Launch

সপরিবারে চাঁদপুর যাচ্ছেন জুম্মন ব্যাপারী। ঢাকা মেইলকে তিনি জানান, সকাল সকাল ঘাটে পৌঁছেও লঞ্চে জায়গা পাননি। 


বিজ্ঞাপন


জুম্মন বলেন, অনেক সকালে আসছি। তবুও জায়গা পাইনি। তাই দাঁড়িয়ে যেতে হচ্ছে।

বরগুনা যাচ্ছেন বাবুল আকন্দ। ঢাকা মেইলকে তিনি বলেন, ঈদের দিন কাজ (মৌসুমি কসাই হিসেবে) করছি। এখন মাংস নিয়া বাড়ি যাই।

বাবুলের মতো অনেকেই ঈদের দিন রাজধানীতে মৌসুমি কসাই হিসেবে কাজ করেছেন। কেউবা কোরবানি দাতাদের বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করেছেন। এখন সেই মাংস নিয়ে পরিবার পরিজনের কাছে ফিরছেন তারা। 

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর