মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পশুর হাটে বাগড়া দিতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১১:১৬ এএম

শেয়ার করুন:

পশুর হাটে বাগড়া দিতে পারে বৃষ্টি

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে জমে উঠেছে পশুর হাট। বর্ষার এই সময়ে পশুর হাটে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ। এই ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে পশুর হাট বসেছে। রাজধানী ঢাকায় আজ রোববার থেকে হাটে পুরোদমে বেচাকেনা শুরু হচ্ছে। চলবে ঈদের দিন পর্যন্ত।


বিজ্ঞাপন


রোববার (২৫ জুন) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় হাতিয়া ও টেকনাফে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায়  ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর