রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাকা উত্তরে তিনগুণ মূল্যে হাটের ইজারা

দেলাওয়ার হোসাইন দোলন
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

ঢাকা উত্তরে তিনগুণ মূল্যে হাটের ইজারা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোরবানির পশুর হাটগুলো এবার সরকার নির্ধারিত প্রাথমিক মূল্যের প্রায় তিনগুণ মূল্যে ইজারা দেওয়া হয়েছে। হাটগুলোর প্রাথমিক ইজারা মূল্য ছিল ৬ কোটি ৪০ লাখ টাকা। টেন্ডারে মিলেছে সতেরো কোটি (১৭ কোটি ১ লাখ ৩৭ হাজার ২৮৬ টাকা) টাকা, যা প্রাথমিক মূল্যের প্রায় তিনগুণ। এছাড়া এটি গত কয়েক বছরের রেকর্ড।

কোরবানির হাট ইজারা বা তত্ত্বাবধানের কাজ করে ডিএনসিসির সম্পত্তি বিভাগ। তারা বলছেন, এবার প্রতিটি অস্থায়ী হাট ইজারার বিপরীতে পাঁচ থেকে সাতটি করে শিডিউল বিক্রি হয়েছে। ফলে প্রতিটি হাটের ইজারা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার মধ্যদিয়ে হাটের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতা থাকায় ইজারা মিলেছে বেশি মূল্যে।


বিজ্ঞাপন


haatউত্তর সিটির হাটগুলোর ইজারা মূ্ল্য পর্যালোচনা করে দেখা যায়, মোহাম্মদপুরের বছিলা হাটের প্রাথমিক ইজারা মূল্য ছিল মাত্র ২৯ লাখ ৭৫ হাজার টাকা। টেন্ডারে এই হাটের ইজারা মূল্য পাওয়া গেছে ২ কোটি ২০ লক্ষ টাকা। উত্তরার দিয়াবাড়ি হাটের প্রাথমিক ইজারা মূল্য ১ কোটি ২০ লাখ টাকা হলেও পাওয়া গেছে ৬ কোটি টাকা।

ডিএনসিসির আওতাধীন অন্য হাটগুলোর মধ্যে ভাটারা (সাইদনগর) পশুর হাটের প্রাথমিক মূল্য ছিল ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ২৬৭ টাকা। টেন্ডারে পাওয়া গেছে তিন কোটি ৭০ লাখ টাকা। আফতাবনগর হাটের ইজারা দর চাওয়া হয় ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৬০ টাকা। পাওয়া গেছে ১ কোটি ৬১ লাখ টাকা। মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা ১ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা ইজারা চাওয়া হয়। এ হাটের মূল্য পাওয়া গেছে ১ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা।

এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে হাট ইজারায় ৬০ লাখ ৬৩ হাজার ২০০ টাকা চেয়েছিল ডিএনসিসি। এ হাট ইজারা হয়েছে ৬০ লাখ ৭০ হাজার টাকায়। কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটের ইজারা মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা চেয়েছিল ডিএনসিসি। এ হাটের মূল্য পাওয়া গেছে এক কোটি ৩৭ লাখ ৫০০ টাকা। এছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গায় কোরবানি পশুর হাট ইজারায় চাওয়া হয়েছিল ৫ লাখ ৩১ হাজার ৬০ টাকা। এ হাটের ইজারায় পাওয়া গেছে ১৬ লাখ ৫০ হাজার টাকা।

haatডিএনসিসির আওতাধীন হাট ইজারা পাওয়াদের সবাই সরকার দলীয়। যাদের অধিকাংশ গত বছরও ইজারা পেয়েছিলেন। এরমধ্যে ভাটারা সাঈদনগর হাটের ইজারা পেয়েছেন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পশুর হাট পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহিবুল হাসান। আফতাবনগর হাটের ইজারা নেন আব্দুল মান্নান। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় হাটের ইজারা পেয়েছেন কামাল হোসেন। তিনি সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গার ইজারা পেয়েছেন এনায়েত হোসেন ভূঁইয়া। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে হাটের ইজারা পেয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হোসেন খান। কাওলা শিয়ালডাঙ্গা পশুর হাট পেয়েছেন ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম। ৪৪ নম্বর ওয়ার্ডের রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গায় পশুর হাটের ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জেহাদ-আল ইসলাম।


বিজ্ঞাপন


সার্বিক বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর অস্থায়ী ৮টি হাটের ইজারা প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল ঈদের দিনসহ মোট ৫ দিন।

ডিএইচডি/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর